শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ভারত সরকারকে অপমান করল মিয়ানমার

১৪ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরী মিয়ানমার থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর ভারত সরকার ওই কিশোরীকে ফেরত পাঠাতে চাইলে মিয়ানমারের সামরিক সরকার ওই কিশোরীকে গ্রহণ করবে না বলে ভারতকে সরাসরি জানিয়ে দেয়। এতে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ভারত সরকার। প্রায় এক বছর আগে ওই কিশোরী পালিয়ে ভারত চলে গেলেও তার পরিবার বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) ওই কিশোরীকে ফেরত পাঠানোর জন্য ভারতের মণিপুর রাজ্যের একটি সীমান্ত শহরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এদিকে নয়াদিল্লির এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরসহ অন্যান্য মানবাধিকার সংস্থা ও গোষ্ঠীগুলো

সংবাদ সুত্রে জানা যায়, মিয়ানমার সরকার ভারতকে জানিয়েছে চলমান পরিস্থিতিতে সীমানা খুলে দিয়ে কাউকে গ্রহণ করা সম্ভব নয়।

ভারত সরকার শুরু থেকেই রোহিঙ্গাদেরকে দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। রোহিঙ্গা গণহত্যা শুরু হবার পর থেকে বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিলেও অল্প সংখ্যক রোহিঙ্গা ভারতে চলে যায়। কিন্তু ভারত সরকার তাদের আটক করে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img