রোহিঙ্গা সলিডারিটি অর্গ্যানাইজেশনের (আরএসও) হামলায় মিয়ানমার সেনাবাহিনীর ২২ সৈন্য হতাহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে মিয়ানমার সামরিক বাহিনীর একটি ক্যাম্পে (৪৪-বিপি) ওই হামলা হয়।
আরএসওর এক অনলাইন প্রেস রিলিজে বলা হয়, ভোর সাড়ে ৪টা থেকে সাতটার মধ্যে মিয়ানমার ক্যাম্পে একযোগে তিন দিক থেকেই এই হামলা চালানো হয়। দুই ঘণ্টার এই হামলায় তারা মেশিন গান ব্যবহার করে।
এই হামলার মুখে মিয়ানমার বাহিনীর অবশিষ্ট সৈন্যরা তাদের হতাহতদের রেখেই পালিয়ে যায়। ওই সময় ক্যাম্পটিতে প্রায় ১০০ সৈন্য ছিল।
আরএসও আরাকানের স্বাধীনতাপন্থী সংগঠন। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি আরাকানের স্বাধীনতা ও সব রোহিঙ্গা উদ্বাস্তুদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি