বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

হামলার ভয়ে ইরাক থেকে কিছু সেনা ফিরিয়ে নিল আমেরিকা

হামলার ভয়ে ইরাকের কুর্দিস্তানের ইরবিল ঘাঁটি থেকে একদল মার্কিন সেনাকে ফিরিয়ে নিয়েছে আমেরিকা। এসব সেনাকে ইরাক থেকে সরাসরি আমেরিকার টেক্সাসের ফোর্ট ব্লিজ ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

ইরাকের বিভিন্ন সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সেনা সরিয়ে নেওয়ার খবর সত্য হলেও এটা অস্পষ্ট যে কয় জন সেনা দেশে ফিরে গেছে।

এর আগে খবর এসেছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন কর্মকর্তারা আগামী মাসে বাগদাদের সঙ্গে আলোচনায় বসবে। সম্প্রতি ইরাকে মার্কিন সেনা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলা বেড়েছে। গত কয়েক মাসে মার্কিন সামরিক বহরের লক্ষ্য করে কয়েক দফা হামলা হয়েছে।

ইরবিল ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে। হামলা থেকে রক্ষা পেতে ইরাকে নতুন নতুন সামরিক সরঞ্জাম এনেছে মার্কিন সেনারা, কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img