রাশিয়ার আকাশ প্রতিরক্ষা এস-৪০০ ক্রয় না করতে ভারতকে আহ্বান জানিয়েছে আমেরিকা।
শনিবার (২০ মার্চ) নয়া দিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠককালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই আহ্বান জানান।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন মিত্রদের রুশ সামরিক সরঞ্জাম এড়িয়ে চলা দরকার।
তিনি বলেন, আমরা অবশ্যই সব মিত্রকে আহ্বান জানাই রাশিয়ার সরঞ্জাম থেকে দূরে থাকার জন্য। আমাদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এড়াতে যে কোনও অস্ত্র কেনা এড়িয়ে চলা উচিত।
গত বছর রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা।
২০১৯ সালে এই ব্যবস্থা কেনার জন্য ৮০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে ভারত। এই বছর অস্ত্রটির প্রথম চালান পাওয়ার কথা রয়েছে।