বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ভারত শুধু নিচ্ছে, আমাদের কিছুই দিচ্ছে না: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভারত শুধু নিচ্ছে, আমাদের কিছুই দিচ্ছে না। এটা হতে পারে না।

বুধবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আধিপত্য প্রতিরোধ আন্দোলন’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় ৫ লাখ মানুষ কাজ করছে বিনা পাসপোর্টে। আমাদের আজ আওয়াজ তুলতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আমাদের তিস্তার পানি সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধান করছে না। কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে তাদের যানবাহন চলছে। তারা শুধু নিচ্ছে, আমাদের কিছুই দিচ্ছে না। এটা হতে পারে না।

তিনি আরও বলেন, দেশের অনেকের মধ্যে বিশ্বাস জন্মেছে, ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না। এটা ঠিক নয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img