৪০টি ব্রডগেজ ইঞ্জিন বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিবার ৮টি করে বিভিন্ন ধাপে ৩০টি ইঞ্জিন আসবে।
শনিবার (৬মার্চ) চট্টগ্রাম বন্দরে প্রথম ধাপে এসেছে ৮টি ব্রডগেজ ইঞ্জিন।
যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে প্রথম ধাপে আসা ৮টি ইঞ্জিন সকাল থেকে খালাস শুরু করেন বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (সিএমই) বোরহান উদ্দিন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ লোকোমেটিভ আনা হচ্ছে। ৫ ধাপে এগুলো বন্দরে আসবে। প্রথম ধাপে এসেছে ৮টি। ব্রডগেজ লোকোমোটিভগুলো ক্রেনের সাহায্যে জাহাজ থেকে নামানো হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ রেলে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আনা উচ্চগতি সম্পন্ন ৪০টি ব্রডগেজ ইঞ্জিন। যার গতি হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। দ্রুতগতির এসব ইঞ্জিন আসা শুরু হয়েছে শনিবার থেকে।