বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

ভারতে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে আহত ২

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের সোহনা-তে নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে পড়ে। ফ্লাইওভারটি প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ। এই দুর্ঘটনায় আহত হয়েছেন দু’ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এর খবরে বলা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

দুর্ঘটনার কিছু ভিডিওতে দেখা গেছে, ফ্লাইওভারের যে অংশ ভেঙে পড়েছে, তার থেকে মাত্র মিটার দশেক দূরে একটি গাড়ি যাচ্ছিল। কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলেই ওই গাড়িটির উপরেই একটি বড় অংশ ভেঙে পড়ত। দুর্ঘটনার খবর জানিয়ে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা টুইট করেছেন।

লাগাতার কয়েক দিন ধরে বৃষ্টি পড়ছে গুরুগ্রাম এলাকায়। পানিতে বেশ কিছু এলাকা অবরুদ্ধ হয়ে রয়েছে। এর মাঝে সোহনা রোডে এমন দুর্ঘটনা আরও সমস্যা তৈরি করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img