সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নাসিম লাইফ সাপোর্টে

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ‘লাইফ সাপোর্টে’ আছেন।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিউরোসার্জন ডা. রিয়াজুল হক গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, ‘তিনি এখনো অচেতন। ডিপ কোমায় আছেন। তার অবস্থা স্থিতিশীল নয়। তিনি লাইফ সাপোর্টে আছেন।’

তিনি আরও বলেন, ‘মোহাম্মদ নাসিমের ব্রেন জীবিত আছে কিনা তা দেখার জন্যে কয়েকবার “ব্রেন স্টেম ফাংশন” পরীক্ষা করা হবে। এর পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তার ভেন্টিলেশন খুলে দেওয়া হবে কিনা।’

করোনায় আক্রান্ত হওয়ার পর সোমবার থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। কিন্তু শুক্রবার ভোর সাড়ে ৫টায় স্ট্রোক করায় অবস্থার অবনতি ঘটে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img