শুক্রবার, মে ১৬, ২০২৫

হুথিদেরকে কালো তালিকাভুক্ত করার বিষয়টি মূল্যায়ন করছে বাইডেন প্রশাসন

spot_imgspot_img

ইয়েমেনের হুথিদের আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করে দেখছে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

শুক্রবার (২২ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এ তথ্য জানান।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের কাজ শুরু করেছে নতুন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর হুথিদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার বিষয়টি মূল্যায়নের কাজ শুরু করেছে।

মার্কিন এ মুখপাত্র বলেন, বিষয়টি নিয়ে বাইডেন প্রশাসন প্রকাশ্যে আলোচনা করবে না এবং এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করবে না তবে ইয়েমেন ইস্যুটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আমরা খুব দ্রুত পুনর্মূল্যায়নের কাজ শেষ করবো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img