শনিবার, মে ১৭, ২০২৫

নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

spot_imgspot_img

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে মোশাররফ হোসেন (৩৫) নামের বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যুবককে ফেরত চেয়ে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২২ জানুয়ারি) ভোরে নিতপুর সীমান্তের ভারতীয় কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

নওগাঁ-১৬ বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ রেজাউল কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে চোরাইপথে নিতপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান মোশাররফ। এ সময় কেদারাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যা তাকে আটক করে। বর্তমানে মোশাররফ কেদারাপাড়া ক্যাম্পে আটক রয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img