সিলেটে আইটি ভিত্তিক প্রতিষ্ঠান এবং ট্রেনিং ইনস্টিটিউট ‘অপ্টিমাইজার’-এর যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল তিনটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘অণুবীক্ষণ’ আয়োজিত আইটি ট্রেইনিং ইনস্টিটিউট অ্যান্ড সার্ভিস প্রোভাইডার ‘অপটিমাইজার’-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ এবং রোটারি ৩২৮২ জেলার গভর্নর লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান পীর। তিনি বলেন, বেকারত্ব দূরীকরণে আন্তর্জাতিক আইটি সেক্টরের দরজা খোলা রয়েছে। তাই শিক্ষিত বেকারদের স্বপ্ন পূরণের সহজ পথ আইটি সেক্টর। গত ১০ বছরে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের ভিত প্রস্তুত করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ভিত মজবুত করতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আইসিটি খাতের যথাযথ বিকাশ ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।
‘অণুবীক্ষণ’ আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অপটিমাইজারের প্রতিষ্ঠাতা মুনতাসির মাহদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, বিশিষ্ট আইনজীবী মো. রবিউল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন, অপটিমাইজারের প্রতিষ্ঠাতা ফারহানা আক্তার, সঞ্চালনা করেন সাইবান সাহাজ।
অপ্টিমাইজারের অবস্থান সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজারের সুরমা টাওয়ারের অষ্টম তলায়।
এর প্রতিষ্ঠাতা ফারহানা আক্তার বলেন, অপ্টিমাইজার সিলেটের সবচেয়ে উন্নত এবং ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
আরেক প্রতিষ্ঠাতা মুনতাসির মাহদী বলেন, স্বল্পমূল্যে সবগুলো সার্ভিস এবং কোর্স প্রোভাইড করাই অপ্টিমাইজারের মূল লক্ষ্য। সিলেটের তারুণ্যকে কাজে লাগাতে চাই। সিলেটকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে চাই।
প্রতিষ্ঠানটি সিলেটের সবচেয়ে উন্নত ট্রেইনিং ইনস্টিটিউট হিসেবে আত্মপ্রকাশ করেছে। অপ্টিমাইজার শুধু ট্রেনিং ইনস্টিটিউটই নয়, আপনার ব্যবসাগুলোকে ডিজিটালাইজড করে দিতেও সক্ষম। অপ্টিমাইজারের সেবাগুলো হচ্ছে ইন্টারনেট মার্কেটিং, যেকোনো ধরনের ডিজাইন, ওয়েব এবং অ্যাপ ডেভেলপমেন্ট, চ্যাটবোট ডেভেলপমেন্ট, ব্র্যান্ডিং এবং প্রেস রিলিজ সেবা, পিওএস (POS) সেবা, ব্যবসা এবং মার্কেটিং কন্সালটেন্সি, ফেসবুক এবং ওয়েবসাইট চ্যাটবোট ডেভেলপমেন্ট, কাস্টোমাইজড ল্যাপটপ এবং ডেস্কটপ তৈরি করে দেওয়া।
প্রতিষ্ঠানটিতে স্বল্পমূল্য নির্ধারিত কোর্সগুলো অফলাইন ও অনলাইনে করা যাবে। গরিব ও মেধাবীদের জন্য প্রত্যেক ব্যাচে নির্দিষ্ট পরিমাণ সিট বরাদ্দ থাকবে। অপ্টিমাইজারে যেসব সেক্টরের কোর্সগুলো পাবেন, সেগুলো হচ্ছে বেসিক কম্পিউটার এবং আইটি ট্রেইনিং, ওয়েব ডিজাইন এবং ইউআই/ইউএক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিকস ডিজাইন, ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এবং মার্কেটপ্লেস, সেলস, বিজনেস এবং লাইফ স্কিল।