সোমবার, মে ১৯, ২০২৫

শপথের আগে চার্চে গেলেন বাইডেন

spot_imgspot_img

আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জো বাইডেন তাঁর স্ত্রী জিল বাইডেনের সঙ্গে শপথ নেওয়ার পূর্বে চার্চে গিয়েছেন।

কয়েক ঘণ্টা পরেই আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডেমোক্র্যাট দলের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

এবারের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। সেনাবেষ্টনির মধ্যেই শপথ নিতে হবে বাইডেন ও হ্যারিসকে।

সাধারণত আমেরিকার প্রেসিডেন্টের অভিষেক হয়ে থাকে আনন্দমুখর পরিবেশে। লাখ লাখ মানুষ অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন। আমন্ত্রিত অতিথি ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠান দেখতে আসে মানুষ। কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্যের দেখা মেলবে না শপথ অনুষ্ঠানে।

করোনা ভাইরাস ও নিরাপত্তার কারণে এবার সাধারণ মানুষ অনুষ্ঠানে আসতে পারছেন না। মার্কিনীরা তাদের ইতিহাসে এমনটা কখনো দেখেনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img