বুধবার, মে ২১, ২০২৫

থাই রাজাকে অবমাননা করায় এক নারীকে ৪৩ বছর কারাদণ্ড দিল আদালত

spot_imgspot_img

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে থাইল্যান্ডের রাজাকে অবমাননা করায় এনচান নামের ৬৩ বছর বয়সী এক নারীকে ৪৩ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ওই নারী দেশটির সাবেক সরকারি কর্মচারী ছিলেন।

এনচানের বিরুদ্ধে ২৯টি অপরাধ প্রমাণিত হয়েছে বলে আদালত দাবি করেছেন। রায় ঘোষণার পর এই দণ্ডের নিন্দা জানিয়েছে থাইল্যান্ডের বিভিন্ন মানবাধিকার গ্রুপ।

থাইল্যান্ডের রাজা অবমাননা আইনটি বিশ্বের সবচেয়ে কঠোর আইন হিসেবে পরিচিত। ঠিক কোন কোন বিষয় অবমাননাকর বিবেচিত হবেন, বিতর্কিত ওই আইনে তা সুনির্দিষ্ট করা হয়নি।

থাই রাজতন্ত্রে যা কিছুই রাজা, রানি, উত্তরাধিকারী কিংবা শাসকের বিরোধিতা হিসেবে চিহ্নিত হয়, তার কারণেই নাগরিকদের সাজা হওয়ার সুযোগ আছে।

থাই আদালত প্রাথমিকভাবে তাকে ৮৭ বছরের কারাদণ্ড দেন। পরে অপরাধ স্বীকার করে নেওয়ায় দণ্ড অর্ধেক কমিয়ে দেওয়া হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img