বুধবার, মে ২১, ২০২৫

আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি হতে দেবো না: মমতা বন্দ্যোপাধ্যায়

spot_imgspot_img

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি হতে দেব না।

সোমবার (১৮ জানুয়ারি) পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে দলীয় জনসমাবেশের বক্তব্যে তিনি একথা বলেন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী ও অন্যদের উদ্দেশ্যে মমতা বলেন, আমার অনেক শুভেচ্ছা থাকবে, অনেক অভিনন্দন থাকবে। তোমরা প্রধানমন্ত্রী হও, তোমরা রাষ্ট্রপতি হও। উপ-রাষ্ট্রপতি হও। কিন্তু দয়া করে বাংলাকে বিক্রি করতে যেও না। ভারতবর্ষের নেতা হও, সারা পৃথিবীর নেতা হও। কিন্তু আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি করতে বিজেপিকে দেবো না, দেবো না, দেবো না। এটা আমাদের শপথ, অঙ্গীকার, প্রতিজ্ঞা এবং আমাদের চ্যালেঞ্জ।

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা ও তীব্র কটাক্ষ করে বলেন, বিজেপি’র নেতারা দিল্লি থেকে বলছেন, হয় জেলে, না হয় ঘরে। তৃণমূল করলে জেলে ভরবে। আর বিজেপি হল ‘ওয়াশিং মেশিন’। ‘কালো’ হয়ে ঢুকবে, আর ‘সাদা’ হয়ে বেরিয়ে চলে আসবে। ‘ওয়াশিং পাউডার ‘ভাজপা’ । এই তো হয়ে গেছে আজকাল। কালোটা সাদা, আর সাদাটা কালো!

সর্বশেষ

spot_img
spot_img
spot_img