আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জর্ডান ও মিশরকে গাজ্জার ফিলিস্তিনিদের আরও বেশি সংখ্যায় গ্রহণ করা উচিত। ইসরাইলের আগ্রাসনে সৃষ্ট মানবিক সংকটের সমাধান হিসেবে তিনি এই প্রস্তাব দেন।
রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।
ট্রাম্প জানান, তিনি জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে আরও ফিলিস্তিনি নেওয়ার অনুরোধ করেছেন।
তিনি বলেন, আমি রাজাকে বলেছি, আমি চাই আপনি আরও লোক নিন, কারণ গাজ্জা এখন পুরোপুরি বিপর্যস্ত। আমি চাই তিনি কিছু লোক গ্রহণ করুন।
এছাড়া, ট্রাম্প জানান, তিনি একই বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও আজ কথা বলবেন।
তিনি বলেন, আমি চাই মিশরও কিছু মানুষ গ্রহণ করুক। আপনি প্রায় ১৫ লাখ মানুষের কথা বলছেন, আর আমরা পুরো এলাকাটি খালি করে দিয়ে বলতে পারি-‘এটা শেষ।’
ট্রাম্প এই স্থানান্তরকে ‘অস্থায়ী বা দীর্ঘমেয়াদী’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, গাজ্জার এলাকা ‘বহু শতাব্দী ধরে’ নানা সংঘাতের সাক্ষী হয়ে এসেছে।