ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহইয়া সিনওয়ারকে শহীদ করার পরিকল্পনাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দুই সিনিয়র কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস।
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড সম্প্রতি ইসরাইলের দুই সিনিয়র সামরিক কর্মকর্তা নিহতের একটি ভিডিও প্রকাশ করেছে।
নিহত সেনারা হলেন, ইসরাইলি সেনা কমান্ডার মেজর ডেভির সিয়ন রাভাহ এবং তার ডেপুটি এইতান ইসরাইল শিকনাজি।
হামাস জানায়, এটি গত ৬ জানুয়ারির ঘটনার দৃশ্য। যেখানে গাজ্জার উত্তরের বেইত হানুন শহরে স্থাপিত একটি বোমা বিস্ফোরণে ইসরাইলি সেনা কমান্ডার মেজর ডেভির সিয়ন রাভাহ এবং তার ডেপুটি এইতান ইসরাইল শিকনাজি নিহত হন। এই হামলায় আরও কয়েকজন ইসরাইলি সৈন্য আহত হয়েছেন। এছাড়া বেইত হানুনের আল-জাইতুন এলাকায় আরও একটি অপারেশনে ইসরাইলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভিডিওটির ঘটনা মূলত গাজ্জায় চলমান যুদ্ধবিরতির আগে ঘটেছিল। গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির আগে দখলদার ইসরাইলের ১৫ মাসব্যাপী সামরিক অভিযানে ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
সূত্র: মেহের নিউজ ও আল জাজিরা