দীর্ঘ ২০ বছর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মাটিতে যুদ্ধ করে সদ্য বাড়ি ফিরেছে মার্কিন সৈন্যরা। এর মধ্যে মাত্র তিন বছর পার হতে না হতেই আবারো আফগানিস্তানে মার্কিন সৈন্য পাঠানোর গুঞ্জন উঠেছিল। তবে এসব গুঞ্জন সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। জানানো হয়েছে, আফগানিস্তানের মাটিতে পুনরায় সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই আমেরিকার।
রবিবার (১৯ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল পঠিত পত্রিকা নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা উপদেষ্টা মাইক ওয়াল্টজ।
তিনি বলেন, আফগানিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ট্রাম্প প্রশাসনের মেয়াদকালীন সময়ে আফগানিস্তানে মার্কিন সৈন্যদের আর পাঠানো হবে না। তবে সেখানকার গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে।
ওয়াল্টজ বলেন, “আমরা পুনরায় কান্দাহারে গিয়ে যুদ্ধ করতে চাই না। তবে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের দিকে গভীর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করবে ট্রাম্প প্রশাসন। যাতে আমরা আবারও—বিশেষ করে বিশ্বের সেই অংশ থেকে—অপ্রস্তুত অবস্থায় ধরা না পড়ি।”
উল্লেখ্য, এর আগে প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী বক্তব্যে জো বাইডেন বলেছেন, আফগানিস্তান এখন আর আমেরিকার জন্য হুমকি নয়। সেখান থেকে কথিত সন্ত্রাসবাদের উত্থানের সম্ভাবনা নেই বললেই চলে।
সূত্র: আরিয়ানা নিউজ