সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

আফগান ইমারাত সরকারকে শরণার্থী শিবির নির্মাণে সহায়তা করবে জাতিসংঘ

আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া সরকারকে শরণার্থী শিবির নির্মাণে সহায়তা করবে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।

রবিবার (১৯ জানুয়ারি) আফগান শরণার্থী মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আজ আফগান শরণার্থী মন্ত্রী মাওলানা আব্দুল কবিরের সাথে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সহকারী হাই-কমিশনার (ফিল্ড অপারেশন) রউফ মাজুর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা আব্দুল কবির রউফ মাজুকে বলেন, দেশ ফেরত শরণার্থীদের জন্য বসতি নির্মাণে জাতিসংঘকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে আফগান ইমারাতে ইসলামিয়ার সরকার।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী আর্থিক সংকটের বিরূপ প্রভাব সত্ত্বেও শরণার্থী বিষয়ক কার্যক্রম অব্যাহত রেখেছি আমরা। সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় তহবিল ব্যবস্থার প্রচেষ্টাও চলমান রয়েছে। দেশ ফেরত শরণার্থী ও দেশে বসবাসরত বাস্তুচ্যুতদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান ও তদারকি করা হচ্ছে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে স্বচ্ছতাও নিশ্চিত করা হচ্ছে।

অপরদিকে রউফ মাজু পাকিস্তান ও ইরান থেকে আফগান শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসনকে আন্তর্জাতিক নীতির লঙ্ঘন বলে নিন্দা করেন। আফগান শরণার্থীদের বসতি নির্মাণে ইউএনএইচসিআর নিজেদের বসতি স্থাপন প্রকল্পের আওতায় ইমারাত সরকারকে সহায়তা করবে বলে নিশ্চিত করেন।

সূত্র: হুররিয়াত

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img