ব্রাহ্মণ জাতের হিন্দু জনসংখ্যা বাড়াতে চার সন্তান নেওয়া পরিবারকে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের কেবিনেট মন্ত্রী ও পরশুরাম কল্যাণ বোর্ডের প্রধান বিষ্ণু রাজোরিয়া।
ইন্দোরে সানাধ্য ব্রাহ্মণ সম্প্রদায় কর্তৃক আয়োজিত বিবাহযোগ্য ছেলেমেয়েদের ‘পরিচয় সম্মেলনে’ তিনি একথা জানান।
তিনি বলেন, আজকালকার যুবকেরা শুধুমাত্র একটি সন্তানের জন্য সমাজে প্রতিষ্ঠিত হয়। এটি গভীর সমস্যাযুক্ত একটি বিষয়। জাতির ভবিষ্যৎ নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে অবশ্যই এগিয়ে আসতে হবে। অধিক সন্তান গ্রহণের মাধ্যমে জাতির ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মের। প্রত্যেক দম্পতিকে অন্তত ৪টি করে সন্তান গ্রহণ করতে হবে। তরুণদের নিয়ে আমাদের আশা অনেক উঁচুতে, যা আমরা বয়স্কদের কাছ থেকে কামনা করতে পারি না। অথচ তরুণেরা বিবাহের পর এক সন্তান গ্রহণ করে থেমে যান!
তিনি আরো বলেন, আমি শুধু অনুরোধ আহবানে থেমে থাকতে চাই না। বরং বোর্ড প্রেসিডেন্ট পদে যতদিন আছি ব্রাহ্মণ দম্পতিদের যারাই ৪ সন্তান গ্রহণ করবে তাদের পরশুরাম কল্যাণ বোর্ডের তরফ থেকে ১ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
এছাড়াও বলেন, শিক্ষার উচ্চ ব্যয় ছাড়াও বিভিন্ন ধরণের আর্থিক উদ্বেগের কারণে বর্তমানে পরিবারগুলোর পক্ষে সন্তান গ্রহণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হলে বিরোধী ধর্মের লোকে দেশ ছেয়ে যাবে। তারা আধিক্যতা লাভ করবে। ব্রাহ্মণ সমাজ চায়লে খুব সহজেই এসব মোকাবিলা করতে পারে। বড় বড় পদের জন্য শিশুদের প্রস্তুত করতে শিক্ষাদীক্ষা ও প্রশিক্ষণের দায়িত্ব গ্রহণ করতে পারে।
এসবকিছু তিনি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে নয় বরং সমাজের প্রতিনিধি হিসেবে বলছেন বলেও বক্তব্যে স্পষ্ট করে দেন। এরপরও বিষয়টির সাথে যেহেতু জাতীয় ও সাম্প্রদায়িক বিষয় সম্পৃক্ত তা তুমুল বিতর্কের জন্ম দেয়।
কংগ্রেস নেতা মুকেশ নায়ক এই কেবিনেট মন্ত্রীকে নিজ অবস্থান ও বক্তব্য পুনর্বিবেচনার আহবান জানান। কেননা জনসংখ্যা বৃদ্ধি বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। এছাড়া তার জনসংখ্যা তত্বকে তিনি কল্পনাপ্রসূত বলে উল্লেখ করেন। হিন্দুদের মাঝে অহেতুক মুসলিম ভীতি ছড়ানোর অংশ বলে সতর্ক করে দেন।
অপরদিকে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি মধ্যপ্রদেশের এই কেবিনেট মন্ত্রীর বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। তারা জানায়, এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। এটি তার ব্যক্তিগত ও সম্পূর্ণ নিজস্ব বিষয়। সাংবিধানিক আইন অনুসারেই বিজেপির সরকার পরিচালিত হবে। সন্তান গ্রহণ করা বা না করার বিষয়েও বিজেপির দলীয় কোনো অবস্থান নেই। এটি সম্পূর্ণ পিতামাতার ব্যক্তিগত এখতিয়ার।
সূত্র: মুসলিম মিরর