সিরিয়ার উপর থাকা আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির নতুন শাসকরা।
রোববার (৫ জানুয়ারি) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানী কাতারে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আল-সানির সঙ্গে বৈঠক করে এ আহ্বান জানান।
আল-শাইবানী গণমাধ্যমকে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সিরিয়ার জনগণের দ্রুত পুনরুদ্ধার ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে।
তিনি বলেন, আমরা আমেরিকার প্রতি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান পুনর্ব্যক্ত করছি। আসাদ সরকারের উপর আরোপিত নিষেধাজ্ঞা এখন সিরিয়ার জনগণের বিরুদ্ধে পরিণত হয়েছে।
সূত্র: রয়টার্স