সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে শহীদ মিনারে হাজারও ছাত্রজনতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ‘মার্চ ফর ইউনিটি’ উপলক্ষে সারাদেশ থেকে হাজার হাজার ছাত্রজনতার সমাগম হয়েছে। তারা জুলাই-আগস্টের গণজাগরণের চেতনাকে অনন্য উচ্চতায় ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছোট ছোট মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে অংশগ্রহণ করতে শুরু করে শিক্ষার্থীরা।

১৯৭২ সালের সংবিধান বাতিলের দাবি জানায় ছাত্র-জনতা এবং ‘দিল্লি না (বা) ঢাকা, ঢাকা, ঢাকা’ স্লোগান দেয়। তারা ভারতের আধিপত্য থেকে সম্পূর্ণ মুক্ত বাংলাদেশ দাবি করে এবং পতিত স্বৈরাচার হাসিনার ফাঁসির দাবি জানায়।

প্রসঙ্গত, গত রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি থাকলেও বেলা ১২টা ৪০ মিনিটে ওই কর্মসূচি পরিবর্তন করে ‘মার্চ ফর ইউনিটি’ ঘোষণা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছিলেন, আমরা ঘোষণাপত্র দিতে চেয়েছি। রাষ্ট্রের পক্ষ থেকে সমর্থন চেয়েছি, রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছে। কিন্তু আমরা যাতে এই দলিল উপস্থাপন না করি সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img