বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

পটিয়া মাদরাসায় ৩ দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে আজ

বিশ্বমানবতার মুক্তির সনদ, চিরন্তন, শ্বাশত পবিত্র কোরআনে কারীমের বিশ্বব্যাপী ব্যাপক প্রচার প্রসারের লক্ষে ‘বাংলাদেশ তাহফীজুল কোরআন’ সংস্থার ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী ৪৪তম হিফজুল কোরআন শিক্ষা প্রতিযোগিতা শুরু হয়েছে।

আজ বুধবার (২৫ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে আগামী শুক্রবার (২৭ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত।

প্রতিযোগিতা চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সম্মেলন কক্ষ, জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদসহ ৪টি ভেন্যুতে একসাথে চলবে।

বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থার সেক্রেটারি ও জামিয়া পটিয়ার শিক্ষক মাওলানা নুরুল আবছার ইনসাফকে জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫শত মাদরাসা থেকে ১১০৩ জন প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে। এবং প্রতিযোগিতার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

আগামী শুক্রবার (২৭ডিসেম্বর) জামিয়ার সম্মেলন কক্ষে সকল বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করা হবে। এবারের প্রতিযোগিতায় ৮ লক্ষ টাকা পুরস্কারের জন্য বাজেট করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img