বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

পাঠ্যপুস্তক থেকে নোংরা শব্দ বাদ দিতে হবে : মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম

৯ম শ্রেণির পাঠ্য বইয়ে নোংরা কিছু শব্দ অন্তর্ভুক্ত করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম বলেন, নারীদের বাচ্চা পেটে আসার আগেই কীভাবে নষ্ট করা যায় সেই শিক্ষা গল্পে উল্লেখ করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। এছাড়া খানকি ও মাগী গল্পে উল্লেখ করা হয়। এতে কী ম্যাসেজ যাচ্ছে? অর্থ্যাৎ নারীদের পেটের বাচ্চা নষ্ট করার পদ্ধতি ও একজন নারী কীভাবে খারাপ হয় সেই শিক্ষা এতে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, আমরা এধরনের শিক্ষা চাই না। আমাদের বাচ্চাদের মানুষ খারাপ কীভাবে হয় তা চাইনা। আমরা চাই কীভাবে ভালো মানুষ হওয়া যায়, সেই শিক্ষা।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব বলেন, এই গল্পের লেখক হলো একজন নারীবাদী। নারীবাদীদের নোংরা লেখা সংযোজনের জন্য আবু সাঈদরা শহীদ হয়নি এবং ছাত্র-জনতা এজন্য আন্দোলন করেনি। এসব কুশিক্ষা বাচ্চাদের নষ্টামি ছাড়া আর কিছু শিক্ষা দিতে পারে না। এসব শিক্ষা আমাদের সংস্কৃতির সঙ্গে মানায় না। কাজেই শিক্ষাক্রমে এসব কোনভাবেই মেনে নেয়া যায় না।

তিনি আরও বলেন, জুলাই আগস্টের আন্দোলনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল বটে। কিন্তু ইসলাম ধর্মের মানুষ আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়। আন্দোলনের মূল শিক্ষা ছিল দেশে ইসলাম প্রতিষ্ঠা করা। কিন্তু এখন আমরা এসব কি দেখছি। এসব বই পাবলিস্ট এখনও হয়নি। এখনও সময় আছে এ বই পরিবর্তনের। অবিলম্বে পাঠ্যপুস্তক থেকে এসব শব্দ বাতিল করতে হবে। অন্যথায় প্রতিবাদের আগুন পুনরায় জ্বলে উঠবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img