আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম, খিলগাঁও এ বৈঠক অনুষ্ঠিত হয়
বৈঠকে জানানো হয় যে, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বর্তমান সভাপতি আল্লামা শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী নিজের বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির জন্য মহাসচিবসহ নির্বাহী কমিটির দায়িত্বশীলদের বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। তাঁর অপারগতার বিষয় বিবেচনা করে মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে তাঁর আবেদন গ্রহণ করার আবেদন জানান।
আল্লামা শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে তাঁর স্থলে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শায়েখ সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করতে লিখিত প্রস্তাব করেছেন। তাঁর প্রস্তাবের ভিত্তিতে বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শায়েখ সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে নির্বাহী সভাপতি মনোনীত করা হয়।
এছাড়া, বৈঠকে আগামী শুক্রবার (৩ জানুয়ারী) বা’দ জুমা, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পূর্ব চত্বরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে, “আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহা-সম্মেলনে”র আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতোমধ্যে এই মহা-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দাওয়াত গ্রহণ করেছেন, ফিলিস্তিনের মসজিদুল আকসার সম্মানিত ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী।
সংগঠনের সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী ছারছিনা পীরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা মুজিবুর রহমান হামিদি, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতী আল আমিন ফয়জী, প্রমুখ।