প্রতিবেশী দেশ চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট কিনতে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে পাকিস্তান। এই চুক্তি কার্যকর হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে ভারতকেও ছাড়িয়ে যাবে ইসলামাবাদ।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) হংকং সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, চুক্তি অনুযায়ী ৪০টি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট পাকিস্তানের কাছে পৌঁছালে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন শক্তির ভারসাম্য দেখা দিতে পারে।
প্রসঙ্গত, চীনের তৈরি জে-৩৫এ যুদ্ধবিমানটি একটি মাঝারি আকৃতির যুদ্ধবিমান। যা বহুমুখী প্রযুক্তির জন্য পরিচিত। অনেক বিশ্লেষকরা মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের প্রতিদ্বন্দ্বী চীনের এই জে-৩৫এ যুদ্ধবিমান।
প্রতিবেদনে বলা হয়েছে, জে-৩৫এ যুদ্ধবিমানটি প্রথমবারের মতো বাইরের কোনো দেশের কাছে বিক্রয় করছে চীন। সেই হিসেবে আন্তর্জাতিকভাবে সর্বপ্রথম বিমানটি ব্যাবহার করতে যাচ্ছে পাকিস্তান।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামী দুই বছরের মধ্যেই এই যুদ্ধবিমান সরবরাহের কাজ শুরু করবে চীন।
উল্লেখ্য, প্রতিরক্ষা শিল্পে নিজেদের উপর নির্ভরশীলতা অর্জন করেছে চীন। আর তাই যুদ্ধবিমানটি তৈরিতে অন্য কোন দেশের উপর নির্ভর করতে হচ্ছে না বেইজিং’কে।
সূত্র: এনডিটিভি