বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

বিদায় মুহূর্তেও ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করল বাইডেন প্রশাসন

মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী এক মাসের মধ্যেই বিদায় নিতে যাচ্ছে জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন। তবে বিদায় মুহূর্তেও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন তিনি।

বুধবার (২৭ নভেম্বর) ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার প্রতিশ্রুতির মধ্যেই ইসরালাইকে ৬৮০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।

মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার জন্য, এই অস্ত্রের চালান দেওয়া হচ্ছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে।

প্রসঙ্গত, হিজবুল্লাহর সাথে ৬০ দিনের যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরপরই এই অস্ত্র বিক্রয়ের অনুমোদন আসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

উল্লেখ্য, গাজ্জায় ইহুদিবাদী আগ্রাসন বন্ধ করার জন্য বহুবার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। তবে তিনি তা ঘুর্ণাক্ষরেও বাস্তবায়ন করতে পারেননি। উল্টো গাজ্জায় বেড়েছে সংঘাত। ফলে মারা যাচ্ছে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি।

সূত্র: আই টুয়েন্টি ফোর নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img