ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান প্রশাসনের অধীনে বিভিন্ন ধরনের মৌলিক অধিকার ভোগ করেছেন দেশটির নারীরা। যার মধ্যে রয়েছে উত্তরাধিকার সম্পত্তি নিশ্চিতকরণ ও যৌতুক থেকে পরিত্রাণ। পাশাপাশি নারীদের জোরপূর্বক বিবাহ দেওয়ার রীতিও প্রায় বিলুপ্ত করে দিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। ফলে আফগানিস্তানের ভ্রান্ত ঐতিহ্য ভেঙে বঞ্চিত নারীরা ফিরে পেতে শুরু করেছেন তাদের মৌলিক অধিকারগুলো।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এক এক্স বার্তায় এসব তথ্য তুলে ধরেছেন দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, বিগত তিন বছর ধরে আফগানিস্তানের দাওয়াত-ওয়াল-ইরশাদ (পুণ্যের প্রচার এবং অপপ্রচার প্রতিরোধ সম্পর্কিত মন্ত্রণালয়) প্রায় ২০ হাজার নারীর অধিকার রক্ষা করেছে। যার মধ্যে অনেকেই উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন। আবার কেউ কেউ যৌতুক প্রথার সম্মুখীন হচ্ছিলেন।
নারীদের এসব অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ হিসেবে আফগানিস্তানের ভ্রান্ত ঐতিহ্যকেই দায়ী করেছেন মুজাহিদ।
তিনি আরো জানান, এই সময়ের মধ্যে প্রায় ৫ হাজারেরও বেশি আফগান নারীদের জোরপূর্বক বিবাহ রুখতে সক্ষম হয়েছে দাওয়াত-ওয়াল-ইরশাদ মন্ত্রনালয়। সেই সঙ্গে নারীদের সাংসারিক সহিংসতা যেমন শারীরিক ও মানসিক লাঞ্ছনার বিরুদ্ধেও নানা ধরনের পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। গত ৬ মাসে এই সংক্রান্ত প্রায় ১ হাজার অভিযোগের সমাধান করেছে দাওয়াত-ওয়াল-ইরশাদ মন্ত্রণালয়।
সূত্র: হুরিয়াত রেডিও