বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি শুরু

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে ৬০ দিন। পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে।

বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে এই ঘোষণা দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু জানিয়েছেন, তার নিরাপত্তা মন্ত্রিসভা চুক্তির বিষয়টিতে সম্মতি জানিয়েছে। তবে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে তারা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

যুদ্ধবিরতীর চুক্তিতে বলা হয়, ইসরাইল লেবানন থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে। অপরদিকে হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপরপ্রান্তে চলে যাবে। এছাড়া হিজবুল্লাহ সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ ও নিজেদের পুনরায় অস্ত্রসস্ত্রে সজ্জিত করতে পারবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img