আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিতে লাইসেন্স প্রক্রিয়া চালু করছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রথমবারের মতো অডিট ফার্ম ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে লাইসেন্স প্রক্রিয়ার আওতায় আনতে যাচ্ছে ইমারাতে ইসলামিয়ার সরকার।
আফগানিস্তান দীর্ঘদিন যোগ্য অডিটর ও একাউন্টেন্টের অভাবের সম্মুখীন হয়ে আসছে। যা কর্পোরেট সেক্টরের ফিন্যান্সিয়াল কাজকারবারে নানান চ্যালেঞ্জ তৈরি করেছে। এই অভাব পূরণ, চ্যালেঞ্জ মোকাবিলা ও আর্থিক ব্যবস্থাপনার গুণগত মান বাড়াতে লাইসেন্স প্রদানের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা অডিট ফার্ম ও পেশাদার প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রণালয়ের ট্রেজারী বিভাগ প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের অনুমোদন ও ইমারাত সরকারের লাইসেন্স প্রদান করবে।
আশা করা যাচ্ছে, এই উদ্যোগ অডিট ফার্মের কার্যকলাপে পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিয়ে আসবে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধ করবে। পাবলিক ও প্রাইভেট উভয় খাতের রাজস্ব বাড়াতে সহায়তা করবে। আর্থিক লেনদেন ও করের ক্ষেত্রে আমূল স্বচ্ছতা নিয়ে আসবে, যা একই সাথে শরঈ স্বচ্ছতাও নিশ্চিত করবে। কোম্পানির আর্থিক ব্যবস্থাপনায় শক্তিশালী সিস্টেম ও কাঠামোর বিকাশ ঘটাবে। কোম্পানিগুলোর ক্ষমতায়ন বাড়াবে।
উল্লেখ্য, আমেরিকা ও ন্যাটোর বিরুদ্ধে বিজয়ের পর ২০২১ এ পুনরায় আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আসে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার। রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি অর্থ ও ব্যাংক ব্যবস্থাতেও তারা শরীয়াহ আইনকে বেছে নেয়। সুদকে সম্পূর্ণ রূপে বাতিল ঘোষণা করা হয়।
দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কল্যাণ মূলক উদ্যোগ গ্রহণের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে চালু করা হয় মুদারাবা ও মুশারাকা সিস্টেম। যার ফলে খুব সহজে একতরফা ক্ষতিপূরণ বহন ছাড়াই জামানত ও সর্বনাশা সুদ বিহীন আর্থিক যোগান পেয়ে থাকেন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ।
সূত্র: বাখতার