প্রখ্যাত সাহিত্যিক, সম্পাদক, ও সংস্কৃতি কর্মীদের উপস্থিতে অর্ধশতাধিক লিটলম্যাগ নিয়ে অনুষ্ঠিত হলো ম্যাগাজিন উৎসব। অনুষ্ঠানটি সাহিত্যাঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করছেন উপস্থিত লেখক পাঠকদের অনেকেই।
শুক্রবার (২২ নভেম্বর) জুমার পর বায়তুল মোকাররমের পূর্ব পাশ্বে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলায় লিটলম্যাগ আন্দোলনের আয়োজনে এ ম্যাগাজিন উৎসব অনুষ্ঠিত হয়।
ইদারাহ প্রকাশনির স্বত্ত্বাধিকার মুহাম্মদ যায়েদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব্বই দশকের খ্যাতিমান সম্পাদক এবং ইতিহাস গবেষক মনযূর আহমাদ। তিনি তার বক্তব্যে লিটলম্যাগ কর্মীদের সাহসিকতাকে সাধুবাদ জানিয়ে, সাহিত্যে নতুন পথ খোলার জন্য উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, নয়া প্রভাত’র সম্পাদক এনায়েতুল্লাহ ফাহাদ, শিশু সাহিত্যিক এবং সম্পাদক নকীব মাহমুদ, স্বপ্নবুননের সম্পাদক দিদার ফাহাদ রাহমানী, সাহিত্য সৌরভের আব্দুল জলিল বিন হাবীব, নব দিগন্তের আব্দুল মান্নান, মিনহালের ইউসুফ আম্মার, সরোবরের আবু জর, স্বপ্নস্বনের রহমাতুল্লাহ রিফাত প্রমূখ।
ম্যাগাজিন উৎসব থেকে বক্তারা লিটলম্যাগের সংকট নিরসনে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।