তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে ৮ জন পাক সৈন্য প্রাণ হারিয়েছেন। এছাড়া অপহরণের শিকার হয়েছেন আরো ৭ জন পাকিস্তানি পুলিশ সদস্য।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অভিযান চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক গোয়েন্দা জানান, “গত সোমবার থেকেই খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালাচ্ছিল পাক সেনারা। আজ উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এতে পাক সেনাবাহিনীর ৮ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন ঘটনায় অপহরণ করা হয়েছে আরো ৭ জন পুলিশ সদস্যকে। এই লড়াইয়ে টিটিপির ৯ জন সদস্য নিহত হয়েছেন।”
এই হামলা নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক টুইটার বার্তায় অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
উল্লেখ্য, এই ঘটনার দায় স্বীকার করেছে টিটিপি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া