ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সহযোগিতা করতে চায় বৃহত্তর অর্থনীতির দেশ চীন। কাবুলের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়ে আফগানিস্তানকে সহযোগিতা করতে ইচ্ছুক বেইজিং। এছাড়া আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করারও আশ্বাস দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে।
সোমবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয় জানান আফগানিস্তানের জন্য চীনের বিশেষ প্রতিনিধি ইউ জিয়াওয়ং।
তিনি বলেন, সকল দল গুলোর জন্য সন্ত্রাসবাদ একটি প্রাথমিক উদ্বেগের বিষয়। এ কারণেই আফগানিস্তানে শান্তি ও দেশ পুনর্গঠনের জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে চীন। যার মধ্যে রয়েছে আফগানিস্তানের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা করা।
আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপের অভিযোগ উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এ বিষয়ে আমেরিকা ও চীনের মধ্যে আফগানিস্তান নীতির তুলনা করে জিয়াওয়ং বলেন, “আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না চীন।”
এদিকে, আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, “আফগানিস্তান এখন সকলের জন্য নিরাপদ। কোন বৈদেশিক গোষ্ঠী এখানে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এমনকি কোন গোষ্ঠীকে আফগানিস্তানের ভূমি ব্যবহার করে অন্য দেশে হামলা চালানোর অনুমতিও দেব না আমরা।”
সূত্র: তোলো নিউজ