রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

মুস্তফা সরয়ার ফারুকীকে উদ্দেশ্য করে কয়েকটি প্রশ্ন

মাহমুদ হাসান সিরাজী


মুস্তফা সরয়ার ফারুকীকে উদ্দেশ্য করে আমার কয়েকটি কয়েকটি প্রশ্ন।

১/ আপনি বলছেন, আপনি ১৬ জুলাই থেকে এ আন্দোলনের সাথে সম্পৃক্ত। অথচ ১৭ জুলাই আবু সাঈদের শাহাদাতের পূর্বে এ ব্যাপারে আপনার কোনো পোস্টই নাই। গতকাল আমি খুব ভালো করে প্রোফাইল দেখে নিশ্চিত হতে পারি। এখন কথা হল, একজন ক্যাবিনেট সদস্য হিসেবে মিথ্যা বললেন কেন?

২/ আপনি দাবী করলেন, শাহবাগ আন্দোলন যখন শুরু হয় তখন আপনি মনে করলেন এটা নির্দলীয়। এ আন্দোলনকে আপনার নিকট কেন নির্দলীয় মনে হল? তৎকালীন সরকারের কর্তা ব্যক্তিরা যখন ৫ ফেব্রুয়ারী আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এর পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিল তখন কেন মনে হল না যে, এটা একটা ষড়যন্ত্রের অংশ?

৩/ আপনি ৫ মেস দিবাগত রাতে প্রকৃত তাহাজ্জুদগুজার আর আল্লাহর জিকিরে লিপ্ত নিরস্ত্র মুসলমানদের উপর সাড়াশি অভিযানের পর রাত ৩ টায় লিখলেন” শাপলার জন্জাল পরিস্কার হল। তখনও কি শাহবাগকে আপনার নিকট নির্দলীয় ও ইসলাম পক্ষীয় শক্তি মনে হয়েছে? একটা পদের জন্য মিথ্যা বলবেন ভালো কথা, এত মিথ্যার আশ্রয় নিতে হবে কেন?

৪/ আপনি একজন সচেতন ফিল্মমেকার হিসাবে আমাদের এ দেশের মুসলমানদের অভিভাবক হিসাবে খ্যাত আল্লামা আহমেদ শফী রহঃ কে তেতুল হুজুর বলে ছিলেন কোন সাহসে? শাপলার ঘটনা ও আল্লামা শফী রহঃ এর জন্য আপনি প্রকাশ্য ক্ষমা ঘোষণা করার প্রয়োজন মনে করেন কি না?

৫/ আপনার স্ত্রী একজন সমাজ বিধ্বংসী অভিনেত্রী। তিনি তার নাটকে নাকি পরকীয়া ও সমকামীতা প্রমোট করেছেন। বিষয়টি যদি সত্যি হয়, তাহলে এর জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন কি না? তাছাড়া আপনাকে ও আপনার স্ত্রীকে ফ্যাসিষ্ট সরকারের ফ্যাসিবাদ প্রচারের অংশ হিসাবে নির্মিত চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। যে দোষে দুষ্ট হওয়ায় কারো কারো সরকারি প্লটও বাতিল হয়। এ বিষয়ে জাতির সামনে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছেন কি না?

আশা করি লেখাটা পড়বেন ও বিবেচনা করবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img