শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

যুক্তরাষ্ট্রের চাপে পড়ে হামাস নেতাদের দোহা ছাড়ার নির্দেশ কাতারের: অস্বীকার করল হামাস

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যা শুরুর পর থেকেই যুদ্ধ বিরতির বিষয়ে মধ্যস্ততা করে আসছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এ সময়ের মধ্যে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতারা অবশ্য কাতারেই বসবাস করে আসছিলেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই হামাসের নেতাদের কাতার ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে দেশটি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার (৯ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এমনটিই জানানো হয়।‌

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তি করতে অস্বীকৃতি জানায় হামাস। আর এই ঘটনার পরপরই কাতার থেকে হামাসের নেতাদের বিতাড়িত করার অনুরোধ জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই নির্দেশনা অনুযায়ী আগামী ১০ দিনের মধ্যে হামাস নেতাদের দোহা ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে রয়টার্সের এমন প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছেন হামাসের এক সিনিয়র কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের প্রচারণা ইসরাইলের একটি কৌশল। কোন ধরনের প্রমাণ ছাড়াই এরকম প্রচারণা আগেও তারা চালিয়েছে।

এদিকে, মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, “জিম্মিদের মুক্তির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করার পর গোষ্ঠীটির নেতাদের আর যুক্তরাষ্ট্রের কোনো মিত্র দেশের রাজধানীতে স্বাগত জানানো উচিত নয়।”

তবে এসব বিষয়ে এখনো পর্যন্ত কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো হয়নি।

সূত্র: সিএনএন ও টাইমস অব ইন্ডিয়া

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img