শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪

AAOIFI ও IDB কে প্রকৃত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার আহবান আফগান ব্যাংক গভর্নর নূর মুহাম্মাদের

ইসলামিক ফিন্যান্সের একাউন্টিং ও অডিটিং সংস্থা (AAOIFI) ও ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (IDB) এর বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করলেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নূর মুহাম্মদ আঁগা।

বাহরাইনে সম্প্রতি এই দুটি প্রতিষ্ঠানের ১৯ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আফগান কেন্দ্রীয় ব্যাংক দা আফগানিস্তানের গভর্নর জাকাত, ওয়াকফ, দান ও দাতব্য কাজের সুষ্ঠু ব্যবস্থাপনার উন্নয়নে প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। সমাজে সম্পদের সুষম বণ্টন ও দারিদ্রতা কমিয়ে আনতে জাকাত, ওয়াকফ, দান ও দাতব্য সংস্থার উপকারিতা ও কার্যকারিতার কথা তুলে ধরেন। উপস্থাপন করেন আফগানিস্তানে শরীয়াহ ব্যাংক প্রতিষ্ঠা ও সুদ ভিত্তিক ব্যাংকিক সেবা নিষিদ্ধকরণ পরবর্তী ব্যাংকিং ব্যবস্থার অগ্রগতি ও আগে-পরের সার্বিক চিত্র।

এছাড়া এএওআইএফআই( AAOIFI) , ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (IDB) সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে তিনি সক্ষমতা তৈরি, প্রশিক্ষণ প্রদান, জাকাত ও ওয়াকফের কার্যকরী ব্যবস্থাপনা গ্রহণে সমর্থন ও ব্যাংকগুলোকে প্রকৃত ইসলামী ব্যাংকে রূপান্তরিত করার আহবান জানান। আহবান জানান, আফগানিস্তানে হালাল ফিন্যান্সিয়াল ও ইকোনমিক সিস্টেম প্রতিষ্ঠায় সহযোগিতা করার। যা হবে শক্তিশালী, স্বচ্ছ ও স্থিতিশীল।

এএওআইএফআই( AAOIFI) , ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (IDB) কর্তৃপক্ষের তথ্যমতে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ও বাণিজ্য ব্যাংকের ৩০০ প্রতিনিধি এবারের ২দিন ব্যাপী আয়োজিত সম্মেলনে অংশগ্রহণ করেন।

সূত্র: বাখতার

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img