কাতারে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কাও শিয়াওলিন ও আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রধান ক্যাটরিনা রিটজের সাথে আফগান ইমারাতে ইসলামিয়া সরকারের মুখপাত্র সুহাইল শাহিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি একথা জানান।
দোহায় আফগান ইমারাত সরকারের রাজনৈতিক প্রধান ও মুখপাত্র সুহাইল শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, কাতারে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কাও শিয়াওলিনের সাথে গতকাল একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি বেশ ফলপ্রসূ ছিলো। এতে চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, নতুন নতুন বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে বের করা, ভালো প্রতিবেশী বন্ধন তৈরি ও তা ধরে রাখার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া আন্তর্জাতিক রেডক্রস কমিটি ও সংস্থার আফগান প্রতিনিধি দলের প্রধান ক্যাটরিনা রিটজের সাথেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আফগানে মানবিক সহযোগিতা, স্বাস্থ্যসেবা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলোচনা হয়। উভয় পক্ষই আফগান জনগণের সেবা ও এর মান বাড়াতে আফগানিস্তানে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (ICRC) কার্যক্রম সম্প্রসারণের উপর জোর দেয়।
সূত্র: বাখতার