শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

মৃত্যুর তিন দিন আগে থেকেই কোন খাদ্য গ্রহণ করেননি সিনওয়ার: ময়নাতদন্তের রিপোর্ট

গত ১৬ অক্টোবর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনীর সাথে সামনাসামনি লড়াই করে শাহাদাত বরণ করেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। এরপর ইসরাইলে নিয়ে যাওয়া হয় তার মৃতদেহ। ইসরায়েলি ফরেনসিক ডাক্তারদের দ্বারা পরিচালিত ময়নাতদন্তের পর জানা গেছে, মৃত্যুর ৭২ ঘন্টা আগে থেকেই কোন খাদ্য গ্রহণ করেননি সিনওয়ার।

ইসরায়েলের জাতীয় ফরেনসিক ইনস্টিটিউটের পরিচালক চেন কুগেলের উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে ইসরাইলের পত্রিকা হেয়োম।

কুগেল বলেন, সাঁজোয়া যান থেকে ছোড়া গোলার আঘাতের পরেও কয়েক ঘন্টা বেঁচে ছিলেন সিনওয়ার। তবে পরবর্তীতে বন্দুকের গুলির আঘাতের কারণে মস্তিষ্কের মারাত্মক ক্ষতির জন্য মারা যান তিনি।

তিনি আরো জানান, ডিএনএ টেস্টের জন্য সিনওয়ারের হাতের একটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গাজ্জায় যেসব মানবিক সহায়তা পৌঁছাতো, সেসব খাদ্য সাধারণ ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ করে নিজেদের অনাহারে রেখেছিলেন হামাসের যোদ্ধারা।

উল্লেখ্য, গত বছরের ৭ই অক্টোবর ইসরাইলে ঢুকে সফলভাবে এক বিষ্ময়কর অভিযান পরিচালনা করে হামাস। আর এই অভিযানের মাস্টারমাইন্ড হিসেবে সিনওয়ারকে বিবেচনা করে আসছিল ইসরাইল। গত আগস্ট মাসে হামাসের প্রধান নির্বাচিত করা হয় ইয়াহিয়া সিনওয়ারকে। এর ঠিক কয়েক মাসের ব্যবধানেই তিনি শাহাদাত বরণ করেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img