গত অক্টোবর মাসে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ১৩ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে এ নিয়ে মোট ৪৯ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল দেশটি।
ইরানের মানবাধিকার সংস্থা (আইএইচআরএনজিও) এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গত ৩ বছরে মোট ৯০ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
এদিকে, কারাগারে থাকা আফগান বন্দিদের নিজ দেশে ফিরিয়ে আনার জন্য ইরানের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আফগানিস্তান ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত।
সাংবাদিকদের তিনি বলেন, “গত তিন বছরে ৪ হাজার আফগান বন্দিকে ইরান থেকে আফগানিস্তানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া বাকি বন্দীদের ফিরিয়ে আনতে তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে আফগানিস্তান।”
উল্লেখ্য, ইরানের কারাগারে বিদেশি বন্দীদের মধ্যে প্রায় ৯৫ শতাংশই আফগান নাগরিক বলে জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ।
সূত্র: তোলো নিউজ