আজ শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আগামী চার বছর যুক্তরাষ্ট্রসহ বিশ্ব রাজনীতিতে কে প্রভাব বিস্তার করবে তা নিয়ে বিশ্ববাসীর নজর এখন আমেরিকার উপর। নির্বাচনে কে জিতবে তা নিয়ে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই। তবে নির্বাচনে যেই জিতুক, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দাবি একটাই। তা হল আফগানিস্তান বিষয়ে বাস্তব ভিত্তিক নীতিমালা গ্রহণ করতে হবে নবনির্বাচিত প্রেসিডেন্টকে।
দেশটির ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এমনটিই জানিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায় আফগানিস্তান। তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো- ক্ষমতায় যেই আসুক, সে যেন আফগানিস্তান সম্পর্কে একটি বাস্তবভিত্তিক নীতিমালা গ্রহণ করে।”
প্রসঙ্গত, ফিতরাতের বক্তব্যটি ঠিক এমন সময় এসেছে, যখন দোহা চুক্তি ও আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের বিষয়টি চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মধ্যে বারবার উঠে এসেছে।
নির্বাচনী প্রচারণায় ট্রাম্প একাধিকবার বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার ছিল বাইডেন প্রশাসনের বড় বড় ভুল গুলোর মধ্যে একটি। তবে দোহা চুক্তি স্বাক্ষরের জন্য ট্রাম্পকেই দায়ী করেছেন কামালা হ্যারিস।
সূত্র: তোলো নিউজ