বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

পাল্টাপাল্টি বক্তব্যের প্রতিক্রিয়ায় মুসলিম গণহত্যার হুমকি দিলেন নায়ক মিঠুন চক্রবর্তী

পশ্চিম বঙ্গের এমএলএ বা আইন সভাসদ হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া মূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় মুসলিমদের কেঁটে পুঁতে ফেলার হুমকি দিলেন বাংলার সুপারস্টার খ্যাত নায়ক ও উগ্র হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতিক মিঠুন চক্রবর্তী।

পশ্চিম বঙ্গে সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত উগ্র হিন্দুত্ববাদী বিজেপির জনসভায় দেওয়া তার হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, পশ্চিম বঙ্গের এমএলএ বা আইন সভাসদ হুমায়ুন কবিরকে ইঙ্গিত করে তিনি বলছেন, স্বররাষ্ট্র মন্ত্রী এখানে বসে রয়েছেন। আমি তার সামনেই বলছি, যেকোনো কিছু করতে পারি। যেকোনো কিছু। যেকোনো কিছুর মাঝে অনেক কিছুই রয়েছে। ভাই, আমরা রক্তের রাজনীতি করে এসেছি। এখানের এক নেতা বলেছেন, আমাদের এখানে মুসলিমরা সংখ্যায় ৭০ শতাংশ ও হিন্দুরা ৩০। আমরা তাদের কেঁটে ভাগীরথীতে (গঙ্গার স্রোতের প্রধান দুই উৎসের অন্যতম ও হিন্দু ধর্মের পবিত্র নদী) ভাসিয়ে দিতে পারি। আমি মনে করেছিলাম মুখ্যমন্ত্রী (মমতা ব্যানার্জি) এর প্রতিবাদে কোনোকিছু বলবেন। কিন্তু তিনি বলেননি! তাই আমিই বলছি, যদি তোমার সক্ষমতা থাকে আমাদের কেঁটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার, তাহলে একদিন আসবে যখন আমরা তোমাদের কেঁটে ভাগীরথীতে নয় বরং তোমাদের নিজেদের জমিনেই পুঁতে ফেলবো। কেননা ভাগীরথী (নদী) আমাদের মা। আমাদের পবিত্র মা।

তিনি আরো বলেন, আপনারা আমাদের গাছের ১টি ফল নষ্ট করলে আমরা আপনাদের গাছের ৪টি ফল নষ্ট করে দিবো।

এরপর উপস্থিত সকলকে বিজেপির সদস্য হওয়ার প্রতি উদ্বুদ্ধ করে বলেন, আমাদের এমন সদস্য ও কর্মী চায় যারা সামনে থেকে লড়বে। বুক টান করে বলবে, মার শা….. , দিলাম বুক পেতে। দেখি কত গুলিবিদ্ধ করতে পারিস।

এছাড়াও বলেন, আগামী বছর নির্বাচনের এমন প্রস্তুতি নিবো যে, আপনাদের ভোটাররাও আপনাদের ভোট দিবে না।

সংবাদমাধ্যমের তথ্যমতে, তৃণমূল কংগ্রেসের হয়ে এমএলএ বা আইনসভার সদস্য নির্বাচিত হওয়া হুমায়ুন কবির উগ্র হিন্দুত্ববাদী বিজেপির এক হুমকির প্রতিক্রিয়ায় বলেছিলেন, মুর্শিদাবাদে মুসলমানরা সংখ্যায় ৭০ শতাংশ ও হিন্দুরা ৩০। আমরা চায়লে তাদের কেঁটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারি।

পশ্চিম বঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ কেন্দ্রিক এই জনসভায় মুসলিম বিদ্বেষী বক্তব্য ও সন্ত্রাসবাদী হুমকির জন্য কুখ্যাত উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের স্বররাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img