ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানীতে সফলভাবে অপরাধ কমিয়ে আনতে সক্ষম হয়েছে কাবুল পুলিশ। অপহরণের ঘটনাও নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। ফলে নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে।
গত শুক্রবার (১ নভেম্বর) সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান।
জাদরান বলেন, “কাবুলে অপহরণমূলক ঘটনা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি আমরা। পূর্বে যেসব অপরাধীরা প্রতিদিন কাবুলের বিভিন্ন জেলা থেকে কয়েক ডজন যানবাহন চুরি করত, বর্তমানে তাদের কোন অস্তিত্বই নেই। এর আগে, কাবুলের একটি জেলা থেকেই প্রতিদিন ৩০-৩৫ টি বিভিন্ন ধরনের যানবাহন চুরির ঘটনা ঘটতো। তবে এখন সপ্তাহের পর সপ্তাহ কেটে গেলেও পুরো কাবুল জুড়ে একটি মাত্র গাড়ি চুরির ঘটনাও শোনা যায় না। যার দ্বারা বোঝা যায়, নিরাপত্তার ক্ষেত্রে এই অঞ্চলে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে।”
তিনি আরো বলেন, আফগানিস্তানের প্রতিটি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরভাবে কাজ করছে দেশের নিরাপত্তা বাহিনীগুলো।
সূত্র: তোলো নিউজ