বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

বিশ্ববিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন চরমোনাই পীর

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে অনন্য কীর্তি গড়ায় বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর রেজাউল করীম।

আজ শুক্রবার (১ নভেম্বর) এক বিবৃতিতে চরমোনাই পীর এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় রেজাউল করীম বলেন, মুয়াজ মাহমুদের এই বিজয়ে মুসলিমবিশ্বে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করেছে। তার এই গৌরবময় মুসলিম উম্মাহর বিজয়, ইসলাম ও কুরআনের বিজয়। এ বিজয় এটা প্রমাণ করেছে যে, শত প্রতিকূলতা ও সঙ্কটের মধ্যেও বাংলাদেশে ইসলামী সংস্কৃতি ও শিক্ষার চর্চা থেমে নেই।

তিনি বলেন, হাফেজ মুয়াজ মাহমুদের বিজয়ে দেশের সর্বস্তরের মানুষ খুশী ও আনন্দিত। মুয়াজ মাহমুদের বিজয়ে দেশের মুসলমানরা ইসলামকে হৃদয়ের কতটা গভীর থেকে ধারণ করে তা সহজেই অনুমেয়।

বিশ্ববিজয়ী হাফেজ মুয়াজ মাহমুদের শিক্ষক এবং পিতা-মাতাকেও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিটি মুসলিম মা-বাবার কর্তব্য, নিজ নিজ সন্তানকে আবশ্যিকভাবে কুরআন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এতে তারা শুধু পরকালেই আল্লাহর কাছে পুরষ্কারপ্রাপ্ত হবেন না, দুনিয়াতেও মর্যাদাবান হবেন এবং তাদের সন্তানরা সৎ ও আদর্শবান হিসেবে গড়ে উঠার পথ খুঁজে পাবে।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, আমরা আশা করবো ধর্ম উপদেষ্টা ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্বজয়ী তরুণ এই হাফেজদেরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে অর্জিত এই বিশাল গৌরবকে দেশবাসীর সামনে তুলে ধরবেন। কেননা এ বিজয় দেশের, ইসলামের, ১৮ কোটি মানুষের।

উল্লেখ্য, হাফেজ মুয়াজ ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকার কিতাব বিভাগের ছাত্র।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img