শুক্রবার, নভেম্বর ১, ২০২৪

ছাত্র আন্দোলনে মোতালিব হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজধানীর হাজারীবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থী আব্দুল মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন (৬১) ও ঢাকা মহানগর দক্ষিণ ২২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন সঞ্জয় (৩১)। গ্রেফতারকৃত মারুফ হোসেন নিউ সুপার মার্কেট দোকান মালিক সমিতির তিন বারের সভাপতি ও আওয়ামী লীগের অর্থ যোগানদাতা।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় হাজারীবাগ থানা এলাকায় অভিযানা পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার সাথে সরকার পতনের এক দফা দাবীতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল শিক্ষার্থী আবদুল মোতালিব। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা গুলিবর্ষণ করলে আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় গত ৩০ আগস্ট হাজারীবাগ থানায় শেখ মাছুম বিল্লাহ একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আব্দুল মোতালিব হত্যার সাথে জড়িত মারুফ হোসেন ও মাহবুব হোসেন সঞ্জয়কে হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও এ হত্যার ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র : বাসস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img