বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

দিল্লির চাঁদনি চক মার্কেটে ফ্রান্সের রাষ্ট্রদূতের মোবাইল চুরি

ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাথৌয়ের মোবাইল ফোনসেট চুরি হয়েছে দিল্লির চাঁদনী চক মার্কেটে। গত ২০ অক্টোবরের এই ঘটনায় দিল্লি পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের কাছ থেকেই মোবাইল সেটটি উদ্ধার করা হয়।

আজ বুধবার (৩০ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে কিছুদিন আগে তিনি দীপাবলির বাজার করতে বের হয়েছিলেন। ঘুরে ঘুরে দেখছিলেন দিল্লির চাঁদনী চকের বাজার। সেই সময়ই তার মোবাইল সেটটি হারিয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি। মোবাইল ফোন হারিয়ে পুলিশে অভিযোগ করেন ফরাসি রাষ্ট্রদূত। অভিযোগ করার পর ফরাসি দূতাবাস থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত এ বিষয়ে পদক্ষেপের জন্য পুলিশকে নির্দেশও দেওয়া হয় দূতাবাস থেকে। তার পরই মোবাইল সেটটি খুঁজতে তৎপর হয় দিল্লি পুলিশ।

রাষ্ট্রদূত তার অভিযোগপত্রে জানিয়েছিলেন, মোবাইল ফোনটি জামার পকেটেই রাখা ছিল। চাঁদনী চক মার্কেটের জৈন মন্দিরের সামনে ঘোরার সময় সেখান থেকে তা উধাও হয়ে যায়।

গণমাধ্যমটি জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বাজার এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। চারজনকে সেখান থেকেই চিহ্নিত করেন তদন্তকারীরা।

তাদের গ্রেপ্তার করা হয়। চাজনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। চুরি যাওয়া মোবাইল সেটটিও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের হাতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরিয়ে দেওয়ার পর দিল্লি পুলিশ একটি বিবৃতি দিয়ে এ ঘটনার কথা জানিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img