শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

দিল্লির বায়ু দূষণের জন্য পাকিস্তানকে দায়ী করল ভারত

ভারতের রাজধানী শহর দিল্লিতে বায়ু দূষণ চরম পর্যায়ে পৌঁছেছে। হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলিতে অতিরিক্ত বাজির ব্যবহার ও প্রতিবেশী রাজ্যগুলোতে ফসলের জমি পরিষ্কার করতে গিয়ে খড় পোড়ানোর ফলে বাড়ছে দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সমীক্ষায় দেখা গেছে, নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে ২৫-৩০ গুণ বেশি দূষিত দিল্লির বাতাস। বায়ু দূষণের এই বৃদ্ধির পিছনে অভ্যন্তরীণ সমস্যা থাকলেও আশ্চর্যজনকভাবে দূষণের দায়ভার পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত। বলা হচ্ছে, পাকিস্তান থেকে আসা ধোঁয়ায় দূষিত হচ্ছে দিল্লির নিকটবর্তী শহর নয়ডা।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, নয়ডার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কর্তা ডি কে গুপ্তা এমন পরিস্থিতির জন্য পাকিস্তানকে দায়ী করছেন।

তিনি বলেন, “এর জন্য আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান দায়ী। ওরা অনেক বেশি পরিমাণে খড় পোড়াচ্ছে আর সীমান্ত পার করে দূষিত ধোঁয়া এখানে পাঠাচ্ছে।”

তবে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

উল্লেখ্য, বাতাসের একিউআই ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে, তাকে গুণমানের বিচারে ‘ভালো’ বলা হয়। তবে গত রবিবার নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদে বায়ুর গুণমান পরীক্ষা করে দেখা যায় তা ৩০৪ এ অবস্থান করছে।

সূত্র: দি ইকোনমিক টাইমস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img