মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

হিজবুল্লাহর হামলায় ইসরাইলের ৫ সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহর হাতে পাঁচ দখলদার ইসরাইলি সেনা নিহত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অ্যালোন ব্রিগেডের একটি ব্যাটালিয়নের পাঁচজন রিজার্ভ সেনা দক্ষিণ লেবাননে যুদ্ধের সময় মারা গেছে। এসব সেনা শনিবার নিহত হয় বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, একটি ভবনে লুকিয়ে থাকা হিজবুল্লাহর তিন প্রতিরোধ যোদ্ধাকে দেখে ইসরাইলি সেনারা বিস্মিত হয়ে পড়ে। প্রতিরোধ যোদ্ধারা গ্রেনেড নিক্ষেপ করে এবং ইসরাইলি সেনাদের দিকে গুলি করে। তখন ভবনটিতে আগুন লেগে যায় এবং সেটি ইসরাইলি সেনাদের উপর ধসে পড়ে।

নিহতদের মধ্যে দুইজন মেজর পদমর্যাদারা এবং এবং একজন ক্যাপ্টেন। এ ঘটনায় ১৪ সেনা আহত হয়েছে যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

শনিবারের এই ঘটনার ফলে লেবাননেন স্থল আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরাইলের স্বীকারোক্তি মতে- অন্তত ৩৭ জন সেনা নিহত হয়েছে। তবে টাইমস অব ইসরাইল জানিয়েছে, শুধু গত সপ্তাহে মারা গেছে ২৪ জন সেনা। দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলি সেনারা মারাত্মক বপির্যয়ের মুখে পড়েছে।

এদিকে, গতকাল (রোববার) ইসরাইলি সামরিক বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একজন স্টাফ সার্জেন্টের মৃত্যুর কথা ঘোষণা করেছে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img