সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন

পুরনো শিক্ষাক্রমের আলোকে আগামী বছর থেকেই নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ বিভাজন চালু করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বুধবার (১৬ অক্টোবর) এ বিষয়ে মাউশি তাদের ওয়েবসাইটে এক নোটিশ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের জানিয়েছে, ২০২৫ সাল থেকে জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসরণ করে বিভাগ চালু রাখতে হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দিয়েছিল। সেই হিসাবে, এই মূহুর্তে নবম শ্রেণীতে কোনও বিভাগ বিভাজন নেই। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন, তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুরনো, অর্থাৎ ২০১২ সালের শিক্ষাক্রমের ভিত্তিতেই হবে। এক্ষেত্রে দশম শ্রেণীতে ওঠার পর তাদেরকে কোনও না কোনও বিভাগ বেছে নিতে হবে।

তবে ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণের আগে তারা যেন তাদের শিখন কার্যক্রম শেষ করতে পারে, সেজন্য তাদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে বলেও জানিয়েছে মাউশি। আর যারা আগামী বছর নবম শ্রেণীতে উত্তীর্ণ হবেন, তারা পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৭ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img