শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বিজিবির জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে (৬০বিজিবি) আখাউড়া বিওপি টহলকারী জওয়ানরা তাদের আটক করেন। ৬০ বিজিবি আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, এ দুই ভারতীয় নাগরিক ত্রিপুরা রাজ্য সীমান্তের মেইন পিলার ২০২৪/৪এস এলাকার বাসিন্দা। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বাউতলা নামক একটি গ্রাম্যবাজারে ঘুরাফেরা করছিল। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

আটক ভারতীয় দুই নাগরীক হলেন, ত্রিপুরা রাজ্যের আগরতলা জয়পুর সীমান্ত এলাকার বাসিন্দারা মান্নান মিয়ার ছেলে মো. মুন্না মিয়া (২৪) এবং একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img