শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বর্ষপূর্তি উপলক্ষ্যে ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে হামাস-হিজবুল্লাহ

চলমান গাজ্জা যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষ্যে ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে লিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সোমবার (৭ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজ্জা যুদ্ধের প্রথম বার্ষিকীর প্রাক্কালে সোমবার ভোরে ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হানে হিজবুল্লাহর ভয়ঙ্কর রকেট। এতে অন্তত ১০ ইসরাইলি আহত হয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা ‘ফাদি ১’ নামক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে। এর মধ্যে দু’টি রকেট ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফাতে, অন্য পাঁচটি ইসরাইলের তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে।

এদিকে, কাসাম ব্রিগেডস ও আল-কুদস যোদ্ধারা জাবালিয়ায় ইসরাইলি বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে। তারা বলছে, এই সংঘর্ষে কয়েকজন ইসরাইলি সেনা নিহত এবং অনেকেই আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img