ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে লেবানের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
সোমবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হিজবুল্লাহ।
বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, মারুন আল-রাস নামের এক গ্রামে এই হামলা চালায় হিজবুল্লাহর যোদ্ধারা। হামলার সময় সেখানে ইসরাইলি সেনারা জড়ো হয়েছিল।
এছাড়াও ব্লিদা নামের আরেকটি গ্রামেও ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হামলা করেছে হিজবুল্লাহ।
অপরদিকে ইসরাইল আজ ঘোষণা দিয়েছে তারা লেবাননে যুদ্ধ করার জন্য আরেক ব্রিগেড সেনাকে সীমান্তে মোতায়েন করছে। এর আগে দুই ব্রিগেড সেনা, ট্যাংক ও অন্যান্য যুদ্ধাস্ত্র লেবানন সীমান্তের কাছে নিয়ে যায় ইসরাইল।
সেনাদের ওপর সরাসরি হামলা ছাড়াও ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ সোমবারও হিজবুল্লাহ ১৩০টি রকেট ছুড়েছে।
সূত্র: এএফপি